আইপিএল
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল ২০০৭ সালে। প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরের বছর অর্থাৎ ২০০৮ সালে ভারতে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ৮টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হওয়া এই লিগ যে দ্রুত বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করে ফেলবে, বোঝা যায়নি। জনপ্রিয়তা, প্রচার, অর্থের ছড়াছড়ি ভারত তো বটেই, বিদেশি ক্রিকেটারদের নজর কেড়ে নিয়েছিল আইপিএল। পৃথিবীর সেরা ক্রিকেটাররা আইপিএলের মঞ্চে নাম লেখান। ক্রিকেট আর বিনোদনের মেলবন্ধনে সাফল্যের এভারেস্টে পা রাখতে দেরি হয়নি আইপিএলের। ম্যাচ ফিক্সিংয়ের মতো বিতর্ক হয়েছে। তাতেও জনপ্রিয়তা কমেনি। আইপিএল ভারতীয় ক্রিকেটের অর্থনৈতিক রেখচিত্র বদলে যেমন দিয়েছে, তেমনই তুলে এনেছে নতুন পরবর্তী প্রজন্ম। হার্দিক পান্ডিয়া থেকে জসপ্রীত বুমরা, ঋষভ পন্থদের উত্থান হয়েছে এই আইপিএল থেকেই।