নরেন্দ্র মোদী
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপির একেবারে প্রথম সারির নেতা হিসেবে পরিচিত মোদী। আরএসএস বা সংঘ পরিবারের থেকে উঠে আসা প্রধানমন্ত্রী মোদীর বর্তমান লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের বারাণসী। মোদীকে সামনে রেখেই ২০১৪ ও ২০১৯ পর পর দু’বারের লোকসভা ভোট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে বিজেপি। শুধু ভারতেই নয়, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, নোটবন্দি, ৩৭০ ধারা প্রত্যাহার থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে তাঁর আমলে।