ইউনিয়ন বাজেট 2024
গোটা বছর ধরে কোন খাতে কত টাকা খরচ করবে কেন্দ্র, তার একটি হিসেব হল সাধারণ বাজেট (Union Budget)। প্রতিবছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে এই বাজেট পেশ করেন। অতীতে রেল বাজেট আলাদা করে পেশ করা হলেও, পরে তা সাধারণ বাজেটের সঙ্গেই যুক্ত করে দেওয়া হয়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রতিরক্ষা, রেল, সড়ক, মহাকাশ গবেষণা, শিল্প… প্রতিটি ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হচ্ছে, তা ঘোষণা করা হয় বাজেটে। দেশের অর্থনীতির বিকাশে কেন্দ্রীয় সরকারের নীতির একটি প্রতিফলন পাওয়া যায় এই বাজেট থেকে। বর্তমানে এপ্রিলে নতুন অর্থবর্ষ শুরুর আগে ১ ফেব্রুয়ারির মাসে এই বাজেট পেশ করা হয়।